Sign In

রিচ টু টিচ গণিত শিখন – শেখানো (ষষ্ঠ শ্রেণি) সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নাবলি

রিচ টু টিচ গণিত শিখন – শেখানো (ষষ্ঠ শ্রেণি) সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নাবলি

রিচ টু টিচ গণিত শিখন – শেখানো (ষষ্ঠ শ্রেণি) কোর্সটিতে আপনাকে স্বাগত। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের সহায়তায় এই ভার্চ্যুয়াল শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচীটি গ্রহণ করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো মাধ্যমিক পর্যায়ের গণিত শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান সুদৃঢ় করা।

প্রথমত, কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্যাদি ও নির্দেশনা পেতে “রিচ টু টিচ গণিত শিখন – শেখানো (ষষ্ঠ শ্রেণি) কোর্স নির্দেশনা” টি অনুসরণ করুন। এর বাইরেও কোর্সটি করতে গেলে আপনারা সাধারণত যে ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তার একটি বিশদ তালিকা আমরা এখানে তৈরি করেছি এবং সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। যেকোনো সমস্যায় একটু ভালোভাবে সম্পূর্ণ ডকুমেন্টটি পড়ুন এবং দেখুন আপনার সমাধান পাওয়া যাচ্ছে কিনা।

এরপরও যদি আপনার সমাধান না পাওয়া যায়, এই “সহায়তা ফর্ম” টি যথাযথভাবে পূরণ করে জমা দিন যার মাধ্যমে আপনার সমস্যার সমাধান দেওয়া হবে।

এটি একটি পরিবর্তনশীল ডকুমেন্ট। সময়ের সাথে সাথে উদ্ভূত সমস্যা এবং তার সমাধান এখানে যোগ হতে থাকবে।

রিচ টু টিচ গণিত শিখন – শেখানো (ষষ্ঠ শ্রেণি) কোর্স সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্নোত্তর

রিচ টু টিচ গণিত শিখন – শেখানো (ষষ্ঠ শ্রেণি) কোর্সের ভেতর কী কী রয়েছে?

উত্তরঃ কোর্সটিতে ষষ্ঠ শ্রেণির আটটি অধ্যায়ের উপর মোট ১২টি মডিউল আছে। প্রতিটি মডিউলে নির্ধারিত সময় ব্যয় করতে হবে। প্রথম ১১টি মডিউলে (মডিউল ১-১১) নির্দিষ্টসংখ্যক ভিডিও রয়েছে। মডিউলভেদে ভিডিও সংখ্যা সর্বনিম্ন ৩টি থেকে সর্বোচ্চ ৭টি। সেইসাথে ভিডিওসংশ্লিষ্ট ১টি করে সংক্ষিপ্ত পপআপ কুইজ এবং ১টি করে নিবন্ধ (আর্টিকেল) রয়েছে। উক্ত নিবন্ধগুলোতে ভিডিওর মূল বক্তব্য বিস্তারিতভাবে দেওয়া হয়েছে যা আপনাদেরকে আলোচ্য বিষয়বস্তু আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।

কোর্সটি করতে কতক্ষণ সময় লাগবে? আমাকে কি প্রতিদিন সময় দিতে হবে? কোর্সটি কি একবার বসে শেষ করতে হবে?

উত্তরঃ প্রথমত, আপনাকে আপনার সরবরাহকৃত সঠিক মুক্তপাঠ আইডি দিয়ে এই কোর্সে প্রবেশ করতে হবে এবং আপনি আপনার সুবিধামত সময়ে ধাপে ধাপে একটি একটি করে মডিউলগুলো শেষ করতে পারবেন।

১. এটি সম্পূর্ণভাবে একটি অনলাইন কোর্স। কোর্সটি করার জন্য কোনো নির্দিষ্ট দিনের কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত নেই। আপনার সুবিধামত সময়গুলোতে আপনি ধাপে ধাপে কোর্সটি সম্পন্ন করতে পারেন।

২. কোর্সটি একবারে বা একবসাতে শেষ করতে হবে না। বরং যেহেতু এটি একটি বড় কোর্স, আমরা আশা করি আপনারা কোর্সের কন্টেন্টগুলো ধীরে ধীরে আয়ত্ত করবেন।

৩. ভিডিও দেখার ক্ষেত্রে নির্ধারিত সময় অবশ্যই অতিবাহিত করতে হবে এবং আগের মডিউলের কোন অংশ বাকী রেখে পরের অংশে যাওয়া যাবে না।

কোর্সটি করতে হলে আমাকে কী কী করতে হবে? কোর্সের নম্বর কীভাবে প্রদান করা হবে? কোনো পরীক্ষা রয়েছে কি? পরীক্ষায় পাস নম্বর কত?

কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে হলে নিম্নোক্ত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবেঃ

– কোর্সের সকল মডিউল সফলভাবে “সম্পন্ন” করতে হবে।

ভিডিও মডিউলে ভিডিও পুরো সময় জুড়ে দেখতে হবে, সময় পরে একটি পপ-কুইজ আসবে, কুইজের প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, উত্তর সঠিক হলে মডিউল সম্পন্ন হবে। সার্ভে/জরিপ মডিউলে সার্ভে/জরিপ সাবমিট করার পর “সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন” বাটনে ক্লিক করতে হবে। তাহলে সার্ভে/জরিপ মডিউল সম্পন্ন হবে।

১. কোর্সের সকল মডিউল শেষের কুইজ সফলভাবে “সম্পন্ন” করতে হবে ।
২. এই কুইজগুলোতে অবশ্যই ৫০%-এর বেশি নম্বর পেতে হবে।  
৩. প্রত্যেকটি কুইজে সর্বোচ্চ ১০ (দশ) বার অংশগ্রহণ করা যাবে।
৪. সবশেষে, কোর্স সমাপনী পরীক্ষা সফলভাবে “সম্পন্ন” করতে হবে এবং কোর্স সমাপনী পরীক্ষায় অবশ্যই ৫০%-এর বেশি নম্বর পেতে হবে।

সকল মডিউল “সম্পন্ন” না করলে, অথবা কোন কুইজে অকৃতকার্য হলে, অথবা কোর্স সমাপনী পরীক্ষায় অকৃতকার্য হলে, সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে না।

আমি আমার মুক্তপাঠ আইডির ‘পাসওয়ার্ড’ ভুলে গিয়েছি, কী করবো?

অনুগ্রহ করে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

কোর্স চলাকালীন সমস্যা সংক্রান্ত প্রশ্ন-উত্তর

বৈদ্যুতিক গোলযোগ/ ইন্টারনেটের সমস্যার কারণে কোর্স চলাকালীন সময়ে আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এক্ষেত্রে কী আমাকে আবার প্রথম থেকে মডিউলটি শুরু করতে হবে?

সেক্ষেত্রে কোন সমস্যা হওয়ার কথা নয়। আপনি শেষ যে মডিউলের যে অংশটি সম্পূর্ণভাবে সম্পন্ন করেছিলেন, সেখান থেকেই আবার কোর্সটি শুরু করতে পারবেন।

আমি একটি মডিউল শেষ করার পর অন্য মডিউলে প্রবেশ করতে পারছিনা, কী করবো?

এর সম্ভাব্য কারণ হতে পারে, আপনি কোন একটি কুইজে পর পর দশবার চেষ্টা করার পরও ৫০% প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি, সেক্ষেত্রে এই সহায়তা ফর্মের মাধ্যমে আপনি আরেকবার কুইজে অংশগ্রহণ করার আবেদন করতে পারেন।

আমি একটি মডিউল শেষ করার পর আবার আমাকে আগের কোন একটি মডিউলে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কী করবো ?

সম্ভবত আপনি কোনো কারণে উপরের কোন মডিউলের কোনো অংশ যথাযথভাবে শেষ করে আসেননি। সেক্ষেত্রে আপনাকে যে অংশে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে ধাপে ধাপে অসম্পূর্ণ অংশগুলো শেষ করে আসুন।

আমি কোর্স এর ভিডিওগুলো অফলাইনে ডাউনলোড করে রাখতে চাই এবং নিবন্ধগুলো ডাউনলোড করে রাখতে চাই, পরবর্তিতে ইন্টারনেট না থাকলেও যেন আমি পড়তে/দেখতে পারি? এটি কীভাবে সম্ভব?

আপনি চাইলে ভিডিওগুলো অনলাইনে যতবার খুশি দেখতে পারবেন। নিবন্ধগুলো পিডিএফ ফর্ম্যাটে গুগল ড্রাইভে আপলোড করা রয়েছে যা সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।

আমি কোর্সের ভিতরের জরিপ শেষ করেছি কিন্তু পরের ভিডিওতে যেতে পারছি না। এখন কী করবো?

ভিডিও/কুইজ বাদে যেসব পাঠ রয়েছে, (যেমন জরিপ/সার্ভে) সেখানে পাঠসংক্রান্ত কাজ সম্পন্ন করার পরে ম্যানুয়ালি “সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন” বাটনে ক্লিক করতে হবে। নতুবা পাঠ সম্পন্ন হবে না বা সামনের পাঠে যাওয়া যাবে না। [প্রয়োজনে স্ক্রিনশটটি অনুসরণ করুন] 

কুইজ/পরীক্ষাজনিত প্রশ্ন-উত্তর

এখানে মোট কতগুলো কুইজ রয়েছে? কুইজে পাস নম্বর কত? কতবার করে চেষ্টা করা যাবে?

১২টি মডিউলের প্রথম ১১টির প্রত্যেকটি শেষে একটি করে সমাপ্তিসূচক কুইজ রয়েছে। এই কুইজে ১০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মান ১। এই কুইজগুলোতে পাস করতে কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে অর্থাৎ ১০ এর ভেতর কমপক্ষে ৫ পেতে হবে। এক একটি কুইজে সর্বোচ্চ দশবার চেষ্টা করা যাবে। এর মধ্যেও পাস করা সম্ভব না হলে কোর্সে আর আগ্রগতি করা যাবে না। সেক্ষেত্রে এই সহায়তা ফর্মের মাধ্যমে আপনি আরেকবার কুইজে অংশগ্রহণ করার আবেদন করতে পারেন।

কোনো একটি নির্দিষ্ট মডিউলের কুইজে আমি ১০ বার চেষ্টা করার পরেও ৫০% এর কম নম্বর পাই এবং আমার কোর্সটি স্থগিত হয়ে যায়। এক্ষেত্রে আমি কীভাবে আবার কোর্সটি চালু রাখতে পারি?  

সেক্ষেত্রে এই সহায়তা ফর্মের মাধ্যমে আপনি আরেকবার কুইজে অংশগ্রহণ করার আবেদন করতে পারেন।

কোন একটি মডিউলের কুইজের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি মডিউলের আগের কন্টেন্টগুলো পুনরায় দেখতে চাই। এক্ষেত্রে আমাকে কী করতে হবে?

এক্ষেত্রে আপনি সহজেই উপরের যে কন্টেন্টগুলো একবার দেখে ফেলেছেন, সেগুলোতে ক্লিক করে পুনরায় দেখে নিতে পারেন।

কোর্স সমাপনী পরীক্ষা বা চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা কোনটি? এখানে পাস নম্বর কত এবং পরীক্ষার সময় কতক্ষন? কতবার করে চেষ্টা করা যাবে?

১২নং মডিউলে কোর্স সমাপনী পরীক্ষা রয়েছে। এখানে প্রতিটি প্রশ্নই নৈর্ব্যক্তিক প্রশ্ন ও প্রতিটি প্রশ্নের মান ১। পরীক্ষার্থী এই পরীক্ষা শেষ করার জন্য ১ ঘন্টা সময় পাবেন। এবং এই পরীক্ষায় পাস করার জন্য পরীক্ষার্থীকে কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে। উল্লেখ্য, কোর্স সমাপনী পরীক্ষায় শুধু একবারই অংশগ্রহণ করা যাবে এবং এখানে পাস করতে না পারলে কোনোভাবেই সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে না।

কোর্স সমাপনী পরীক্ষা বা চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের মাঝপথে বৈদ্যুতিক গোলযোগের কারণে আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরবর্তীতে আমি কি পরীক্ষার একই জায়গা থেকে আবার শুরু করতে পারবো?

এক্ষেত্রে সমাপনী পরীক্ষাটি পুনরায় শুরু করে সম্পন্ন করতে হবে। পরীক্ষার মাঝপথে কোনোভাবেই সাবমিট বাটনে ক্লিক করা যাবে না। পরীক্ষা চলাকালীন সময়ে সাবমিট বাটনে ক্লিক না করা পর্যন্ত পরীক্ষাটি সাবমিট/ শেষ হয়েছে বলে গণ্য হবে না।

সার্টিফিকেটজনিত প্রশ্ন-উত্তর

আমি কীভাবে সার্টিফিকেট পাবো?

সকল মডিউল এবং মূল্যায়ন কুইজ সফলভাবে সম্পন্ন করার পর অর্থাৎ কোর্সের অগ্রগতি ১০০% সমাপ্ত হবার পর আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। সার্টিফিকেট আবেদন করার জন্য আপনার ড্যাশবোর্ড থেকে “সার্টিফিকেট” মেন্যুতে যেতে হবে। এখানে আপনার কোর্সের নাম (রিচ টু টিচঃ গণিত শিখন-শেখানো) নির্বাচন করলে “সার্টিফিকেট তৈরি করুন” নামে একটি বাটন দেখতে পাবেন।

আমি কীভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করবো?

“সার্টিফিকেট তৈরি করুন” বাটনে ক্লিক করলে শেষবারের মত আপনার সকল মডিউলের এবং কুইজের পাশ নম্বর দেখা যাবে। নম্বরগুলো পরীক্ষা করে এরপর এতে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে একটি সার্টিফিকেট তৈরি হবে এবং আপনি আপনার সার্টিফিকেটটি দেখতে পাবেন। সার্টিফিকেট ডাউনলোড করতে “ডাউনলোড করুন” বাটনে ক্লিক করতে হবে।

আমার সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না বা ঠিকভাবে লোড হচ্ছে না, সেক্ষেত্রে কী করবো?

এক্ষেত্রে এই সহায়তা ফর্মটি যথাযথভাবে পূরণ করে আমাদের সাথে যোগাযোগ করুন।

আমার সার্টিফিকেটে নামের বানান ভুল আসছে, সেক্ষেত্রে কী করবো?

এক্ষেত্রে এই সহায়তা ফর্মটি যথাযথভাবে পূরণ করে আমাদের সাথে যোগাযোগ করুন।

কোর্সের পূর্ববর্তী ও পরবর্তী ফর্ম মডিউলে দেখা যাচ্ছে না বা লোড হচ্ছে না, অথবা Authentication required দেখাচ্ছে। এক্ষেত্রে কী করবেন?

এক্ষেত্রে আপনার ব্রাউজারে গুগল একাউন্টে যুক্ত আছে কিনা এবং লগইন করা আছে কিনা তা দেখতে হতে পারে, লগইন করার পরে পুনরায় ফর্মটি লোড করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *