Sign In

রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স

রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের শিক্ষকদের জন্য মুক্তপাঠে রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স চালু করেছেন। সম্প্রতি দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ষ্ঠ শ্রেণির গণিত শেখানো অনলাইন কোর্স রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

SEDP’র আওতায় DLI.3 এর অধীন 3.6 এর Protocol (II) অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের “৬ষ্ঠ শ্রেণির গণিত বিষয়ে” রিচ টু টিচ গণিত শিখন-শেখানো অনলাইন (ভার্চুয়াল) ট্রেনিং-এ শিক্ষকদের অংশগ্রহণ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানানো হয়।

রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স সংক্রান্ত নির্দেশনা

সূত্র: ১) এসইডিপি/পিসিইউ/প্রশাসন/ডকুমেন্ট প্রেরণ/০৫ (অংশ-১)/২০২২/২৬৫ তারিখ: ২৮ নভেম্বর ২০২২ খ্রি; ২) এ টু আই এর স্মারক নং ৫৬.৮৩.০০০০.813.19.001.2022.1২৬৩, তারিখ: ২৭ নভেম্বর,২০২২ খ্রি.

তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এ টু আই) কর্তৃক প্রস্তুতকৃত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ই-লার্নি প্ল্যাটফর্মে (dshe.muktopaath.gov.bd) রিচ টু টিচ ৬ষ্ঠ শ্রেণির গণিত শিখন- শেখানো বিষয়ক অনলাইন প্রশিক্ষণটি মাধ্যমিক পর্যায়ের গণিত শিক্ষকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এমতবস্থায় আপনার জেলার ৬ষ্ঠ শ্রেণিতে পাঠদানরত গণিত শিক্ষকদের মধ্য থেকে ৫০ জন গণিত শিক্ষককে রিড টু টিচ: গণিত শিখন-শেখানো (৬ষ্ঠ শ্রেণির) অনলাইন প্রশিক্ষণের লিংকে (https://muktopaath.gov.bd/course-details/939) যুক্ত হয়ে প্রশিক্ষণটি সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রশিক্ষণটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকদের কারিগরি সহযোগিতা নেওয়া যেতে পারে। বিষয়টি অতীব জরুরি।

নিচের ছবিতে রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স করণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স
মাউশি জরুরি বিজ্ঞপ্তি

ষষ্ঠ শ্রেণি গণিত শিখন-শেখানো অনলাইন কোর্স বিস্তারিত

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের সহায়তায় এই ভার্চ্যুয়াল শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচীটি গ্রহণ করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো মাধ্যমিক পর্যায়ের গণিত শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান সুদৃঢ় করা। প্রাথমিকভাবে, এ কর্মসূচীতে ষষ্ঠ শ্রেণিকে অন্তর্ভুক্ত করা হলেও ক্রমান্বয়ে পরবর্তী শ্রেণিগুলো অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষাবিজ্ঞানের প্রাথমিক ধারণা ও তার বাস্তব প্রয়োগ এবং ষষ্ঠ শ্রেণির গণিতের আটটি অধ্যায়ের ধারাবাহিক আলোচনা ও মূল্যায়ন নিয়ে মোট ১২ টি মডিউল দিয়ে “রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি)” কোর্সটি সাজানো হয়েছে।

প্রতিটি মডিউলে নির্দিষ্টসংখ্যক ভিডিও এবং ভিডিও সংশ্লিষ্ট ১টি করে সংক্ষিপ্ত পপআপ কুইজ রয়েছে। সেইসাথে প্রতিটি মডিউলে রয়েছে সমাপ্তিসূচক ১টি করে কুইজ। সর্বশেষ মডিউলটি সাজানো হয়েছে সম্পূর্ণ কোর্সে আলোচনাকৃত বিষয়ের শিখন যাচাই এর জন্য চূড়ান্ত মূল্যায়ন কুইজ দিয়ে।

এছাড়া শিক্ষকদের কোর্স পরবর্তী ব্যক্তিগত শিখন চলমান রাখতে মডিউলগুলোর শেষে প্রয়োজনীয় সম্পূরক শিক্ষা উপকরণ (পাঠসংক্রান্ত ভিডিও, অনুশীলনী, নিবন্ধ) রাখা হয়েছে। অংশগ্রহণকারীগণ এই শিক্ষা উপকরণগুলো তাদের প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী শিখন ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। 

কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্যাদি ও নির্দেশনা পেতে ‘কোর্স নির্দেশনা’ টি অনুসরণ করুন। এ নির্দেশনা অনুযায়ী কোর্সে অংশগ্রহণ এবং কোর্স সম্পন্ন করা অত্যাবশ্যক।

কোর্সটি করতে গেলে উল্লিখিত নির্দেশনার বাইরেও আপনারা সাধারণত যেসব সমস্যার সম্মুখীন হতে পারেন তার একটি বিশদ তালিকা আমরা তৈরি করেছি এবং সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। তাই, যেকোনো সমস্যায় প্রথমেই ‘সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী’ ডকুমেন্টটি পড়ুন এবং দেখুন আপনার সমস্যার সমাধান এখানে রয়েছে কিনা। 

আপনার জিজ্ঞাসা বা সমস্যার সমাধান যদি সেখানে পাওয়া না যায়, সেক্ষেত্রে এই ‘সহায়তা ফর্ম’ টিতে আপনার সঠিক মুক্তপাঠ আইডি এবং আপনার সাথে যোগাযোগের তথ্যসহ সমস্যাটি বিস্তারিতভাবে লিখে ফর্মটি জমা দিন।

এখানে আপনি আপনার সমস্যাটি স্পষ্টভাবে উপস্থাপনের জন্য সমস্যার স্ক্রিনশট বা ছবিও সংযুক্ত করতে পারেন। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে আমরা আপনার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিব এবং আপনার সাথে যোগাযোগ করব।

এছাড়াও কোর্স সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা, মতামত প্রদান অথবা যেকোনো প্রয়োজনে আমাদের ইমেইল করুন info.muktopaath@gmail.com ঠিকানায়;

muktopaath gov bd course details 939

মুক্তপাঠের দ্বারা পরিচালিত ৬ষ্ঠ শ্রেণির অনলাইন শিখন-শেখানো কোর্স এর সরাসরি লিংক হলো muktopaath gov bd course details 939; এখানে প্রবেশ করে আপনি dshe muktopaath gov bd প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

রিচ টু টিচ এর আওতায় গণিত শিখন-শেখানো অনলাইন কোর্স – ৬ষ্ঠ শ্রেণি কোর্স সংক্রান্ত নিৰ্দেশনা

এই নির্দেশনাটি পাঁচ ভাগে ভাগ করা হয়েছে-

প্রথম ভাগে, এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার শর্তাবলী সম্পর্কে জানতে পারবেন,

দ্বিতীয় ভাগে, এই কোর্সে কী কী আছে সেসম্পর্কে বিস্তারিত জানতে পারবেন,

তৃতীয় ভাগে, মডিউলগুলো কিভাবে সম্পন্ন করবেন সেসম্পর্কে বিস্তারিত জানতে পারবেন,

চতুর্থ ভাগে, কোর্সের মানবন্টন সম্পর্কে জানতে পারবেন, এবং

সবশেষে সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন সেসম্পর্কে জানতে পারবেন।

কোর্সটি সফলভাবে সম্পন্ন করার শর্তাবলী

মনে রাখবেন, রিচ টু টিচঃ গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে হলে নিম্নোক্ত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবেঃ

১. কোর্সের সকল মডিউল সফলভাবে “সম্পন্ন” করতে হবে।

২. কোর্সের সকল মডিউল শেষের কুইজ সফলভাবে “সম্পন্ন” করতে হবে।

৩. এইসব কুইজে অবশ্যবেই ৫০%-এর শি নম্বর পেতে হবে।

৪. প্রত্যেকটি কুইজে সর্বোচ্চ দশবার অংশগ্রহণ করা যাবে। দশবার চেষ্টা করার পরেও ৫০% এর বেশি নম্বর পেতে ব্যর্থ হলে, কোর্সে আর অংশগ্রহণ করা যাবে না।

৫. সবশেষে, কোর্স সমাপনী পরীক্ষা সফলভাবে “সম্পন্ন” করতে হবে ।

৬. কোর্স সমাপনী পরীক্ষায় অবশ্যই ৫০%-এর বেশি নম্বর পেতে হবে।

৭. কোর্স সমাপনী পরীক্ষায় দশবারের বেশি অংশগ্রহণ করা যাবে না।

৮. কোর্স সমাপনী পরীক্ষায় ৫০%-এর বেশি নম্বর পেতে ব্যর্থ হলে, সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে না।

সকল মডিউল “সম্পন্ন” না করলে, অথবা কোন কুইজে অকৃতকার্য হলে, অথবা কোর্স সমাপনী পরীক্ষায় অকৃতকার্য হলে, সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে না।

রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্সে যা যা আছে

১. কোর্সটিতে ষষ্ঠ শ্রেণির আটটি অধ্যায়ের উপর মোট ১২টি মডিউল আছে। প্রতিটি মডিউলে নির্ধারিত সময় ব্যয় করতে হবে।

২. প্রথম ১১টি মডিউলে (মডিউল ১-১১) নির্দিষ্টসংখ্যক ভিডিও রয়েছে। মডিউলভেদে ভিডিও সংখ্যা সর্বনিম্ন ৩টি থেকে সর্বোচ্চ ৭টি। সেইসাথে ভিডিও সংশ্লিষ্ট ১টি করে সংক্ষিপ্ত পপআপ কুইজ এবং ১টি করে নিবন্ধ (আর্টিকেল) রয়েছে। উক্ত নিবন্ধগুলোতেভিডিওর মূল বক্তব্য বিস্তারিতভাবে দেওয়া হয়েছে যা আপনাদেরকে আলোচ্য বিষয়বস্ত আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।

৩. প্রতিটি ভিডিও এর ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তারপর পপআপ কুইজে অংশগ্রহণ করতে হবে। একেকটি পপআপ কুইজে ৩টি করে নৈর্ব্যক্তিক প্রশ্ন রয়েছে। পপআপ কুইজে কোন নম্বর নেই। এই পপআপ কুইজগুলো আপনারা ভিডিও – তে বর্নিত ধারনাটি সঠিকভাবে বুঝতে পেড়েছেন কিনা, সেইসাথে আপনাদের অনুশীলনের জন্য দেওয়া হয়েছে।

৪. প্রতিটি মডিউল শেষে এ মডিউলের উপর ১টি সমাপ্তিসূচক কুইজ আছে। এই কুইজে ১০টি নৈর্বক্তিক প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মান ১;

৫. এছাড়া শিক্ষকদের কোর্স পরবর্তী ব্যক্তিগত শিখন চলমান রাখতে মডিউলগুলোর শেষে প্রয়োজনীয় সম্পূরক শিক্ষা উপকরণ (পাঠসংক্রান্ত ভিডিও, অনুশীলনী, নিবন্ধ) রাখা হয়েছে। অংশগ্রহণকারীগণ এই শিক্ষা উপকরণগুলো তাদের প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী ব্যবহার করে শিখনে ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন।

৬. ১২ নং মডিউলে কোর্স সমাপনী পরীক্ষা রয়েছে। এখানে প্রতিটি প্রশ্নই নৈর্ব্যক্তিক প্রশ্ন ও প্রতিটি প্রশ্নের মান ১;

৭. কোর্স সমাপনী পরীক্ষার ক্ষেত্রে ন্যুনতম পাশ নম্বর (৫০%), যা না পেলে চূড়ান্ত মূল্যায়ন ম্পন্ন হবে না।

৮. কোর্স সমাপনী পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত সময় -১ ঘন্টা।

উল্লেখ্য, এই মডিউলে কোন ভিডিও, পপআপ কুইজ, নিবন্ধ কিংবা সহায়ক শিক্ষা উপকরণ নেই; কোর্স সমাপনী পরীক্ষার শুধুমাত্র একবারই অংশগ্রহণ করা যাবে।

মডিউল সম্পন্নকরণ প্রক্রিয়া

প্রতিটি মডিউল পৃথকভাবে “সম্পন্ন” করতে হবে। মডিউল “সম্পন্ন” হলে মডিউলের নামের পাশে সবুজ রঙের “টিক চিহ্ন” এবং মডিউলের ভেতরের পাতায় “পাঠ সম্পন্ন” লেখা দেখা যাবে।

ভিডিওর ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও কিংবা নির্ধারিত সময় শেষ হবার পর “পপআপ কুইজ” উন্মুক্ত হবে যেখানে এ পাঠসংশ্লিষ্ট ৩টি কুইজ নৈর্বক্তিক প্রশ্ন সংযুক্ত আছে।

কুইজ উন্মুক্ত হলে ভিডিওর নিচে বেগুনি রঙের একটি “কুইজ” বাটন দেখা যাবে। এখানে ক্লিক করে প্রশ্নগুলোর সঠিক উত্তর করলেই কেবল “পাঠ সম্পন্ন” হবে এবং সবুজ “টিক চিহ্ন” দেখা যাবে।

যেহেতু পাঠের বিষয়বস্তর উপরে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, তাই প্রশ্নের সঠিক উত্তর করতে হলে ভিডিও মনোযোগের সাথে দেখতে হবে। কোন উত্তর না পারলে “আবার চেষ্টা করুন” বাটনে ক্লিক করে পুনরায় উত্তর দিতে পারবেন।

আবার যদি ভিডিওটি শুরু থেকে দেখতে চান তাহলে কুইজ উইন্ডো থেকে বের হয়ে গিয়ে পুনরায় ভিডিও দেখে এসে আপনি নতুন করে কুইজে অংশগ্রহণ করতে পারবেন।

কোন ভিডিওর ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও কিংবা নির্ধারিত সময় শেষ হবার পর কোন প্ৰশ্ন না থাকলে, সেক্ষেত্রে নির্ধারিত সময় শেষে “সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন” লেখা একটি বাটন দেখা যাবে, যেখানে ক্লিক করলেই কেবল “পাঠ সম্পন্ন” হবে অর্থাৎ “টিক চিহ্ন” দেখা যাবে। সবুজ “টিক চিহ্ন” দেখা না গেলে বুঝতে হবে”সমাগত হিসেবে চিহ্নিতত করুন” বাটনে ক্লিক করা হয়নি।

প্রতিটি মডিউল শেষে এ মডিউলের সকল বিষয়বস্তুর উপর ১০টি প্রশ্নের একটি কুইজ থাকবে। প্রতিটি মডিউল কুইজে পৃথকভাবে পাশ করতে হবে। কুইজে পাশ করলে কুইজের নামের পাশে সবুজ রঙের “টিক চিহ্ন” এবং কুইজের ভেতরের পাতায় “কুইজ সম্পন্ন” লেখা দেখা যাবে।

এক্ষেত্রেও মডিউলের প্রতিটি কুইজে পৃথকভাবে পাশ করতে হবে। প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে ভিডিও মনোযোগের সাথে দেখতে হবে। কোন উত্তর না পারলে “আবার চেষ্টা করুন” বাটনে ক্লিক করে পুনরায় উত্তর দিতে পারবেন।

মডিউল কুইজে সর্বোচ্চ ১০ বার অংশগ্রহণ করা যাবে। এর মাধ্যমে কুইজে পাশ নম্বর (৫০%) পেতে হবে।

একবার মডিউলের কুইজে অংশগ্রহণের পর আপনি কৃতিকার্য হয়েছেন কী না তা দেখতে পাবেন। সেই সাথে সকল প্রশ্ন একসাথে দেখার সুযোগ পাবেন। সেখান থেকে কোন প্রশ্নটি ভূল হয়েছে সেটি প্রয়োজনে দেখা যাবে।

কুইজে পাশ করলে কুইজের নামের পাশে সবুজ রঙের “টিক চিহ” এবং কুইজের ভেতরের পাতায় “কুইজ সম্পন্ন” লেখা দেখা যাবে।

১০ বারের মধ্যে কুইজে পাশ করতে না পারলে, আর অতিরিক্ত সুযোগ পাবে না অর্থাৎ কুইজটি অসম্পূর্ণ থাকবে এবং কোর্সটি আর সম্পন্ন করা যাবে না।

কোর্সের মডিউল এবং কুইজ ক্রমান্বয়ে বা ধাপে ধাপে উন্মুক্ত করা হবে। অর্থাৎ, একটি মডিউল সফলভাবে সম্পন্ন করা হলেই কেবল স্বয়ংক্রিয়ভাবে পরের মডিউলের নিয়ে যাওয়া হবে। কোন মডিউল সম্পন্ন না করে বা বাদ দিয়ে অথবা কুইজে নূনতম পাশ নম্বর (৫০%) অর্জন না করে পরের মডিউলে যাওয়ার কোন সুযোগ নেই। তবে কোন কুইজে পাশ করার পরও বেশি নম্বর অর্জন করতে চাইলে পূর্বের কুইজ পুনরায় দেওয়া যাবে ।

রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স এর মানবন্টন

কন্টেন্টমার্কসপাশ মার্কস
ভিডিও কন্টেন্ট১০০%১০০%
মডিউল কুইজ১০০%৫০%
চূড়ান্ত মূল্যায়ন১০০%৫০%

রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স এর সার্টিফিকেট প্রাপ্তি

সকল মডিউল এবং মূল্যায়ন কুইজ সফলভাবে সম্পন্ন করার পর অর্থাৎ কোর্সের অগ্রগতি ১০০% সমাপ্ত হবার পর আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।

সার্টিফিকেট আবেদন করার জন্য আপনার ড্যাশবোর্ড থেকে “সার্টিফিকেট” মেন্যুতে যেতে হবে। এখানে আপনার কোর্সের নাম (রিচ টু টিচঃ গণিত শিখন-শেখানো) নির্বাচন করলে “সার্টিফিকেট তৈরি করুন” নামে একটি বাটন দেখতে পাবেন৷

“সার্টিফিকেট তৈরি করুন” বাটনে ক্লিক করলে শেষবারের মত আপনার সকল মডিউলের এবং কুইজের পাশ নম্বর দেখা যাবে।

নম্বরগুলো চেক করে এরপর এতে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে একটি সার্টিফিকেট তৈরি হবে এবং আপনি আপনার সার্টিফিকেটটি দেখতে পাবেন। সার্টিফিকেট ডাউনলোড করতে “ডাউনলোড করুন” বাটনে ক্লিক করতে হবে।

রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্সের উদ্দেশ্য

ষষ্ঠ শ্রেণির গণিত শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান সুদৃঢ় করা এবং শিখন-শেখানো কার্যাবলী অর্থাৎ শ্রেণিকক্ষে এর প্রয়োগ দক্ষতা বৃদ্ধি করাই এ কোর্সের মূল লক্ষ্য। সেইসাথে, এই কোর্সের মাধ্যমে শিক্ষকগণ-

i. শিক্ষাক্রমে নির্ধারিত ষষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের শ্রেণিভিত্তিক ও বিষয়ভিত্তিক শিখন যোগ্যতা অর্জনের লক্ষ্যে শিখন-শেখানোর পদ্ধতির উন্নয়ন সাধন করতে পারবেন।

ii. শিক্ষার্থীদের গণিত শিখন বাস্তব জীবন সংশ্লিষ্টকরণ এবং শ্রেণিকক্ষে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণে নিজেদের যৌক্তিক চিন্তার বিকাশ ঘটাতে পারবেন।

iii. জরুরি পরিস্থিতিতে অনলাইন ভিত্তিক শিখন-শেখানো কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা পাবেন।

রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স পাঠ তালিকা

ক্রমিকমডিউলের বিবরণপাঠ সংখ্যাবিস্তারিত
০১শিক্ষাক্রম ও শিখন-শেখানো০৮ টিপাঠ দেখুন
০২গণিত শিক্ষকের দক্ষতাসমূহ০৬ টি
০৩শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: প্রথম অধ্যায়: পর্ব ০১০৬ টি
০৪শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: প্রথম অধ্যায়: পর্ব ০২০৭ টি
০৫শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: দ্বিতীয় অধ্যায়০৮ টি
০৬শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: তৃতীয় অধ্যায়০৫ টি
০৭শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: চতুর্থ অধ্যায়০৫ টি
০৮শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: পঞ্চম অধ্যায়০৪ টি
০৯শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: ষষ্ঠ অধ্যায়০৫ টি
১০শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: সপ্তম অধ্যায়০৫ টি
১১শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: অষ্টম অধ্যায়০৪ টি
১২মূল্যায়ন০২ টি

প্রিয় পাঠক, GulfHive এর এই আর্টিকেলটি শুধুমাত্র আপনাদের রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স তথ্য দেওয়ার জন্য প্রকাশিত হয়েছে। এই পোস্ট এর বিষয়ে আপনার কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে নিচের বাটনে ক্লিক করে কমেন্ট করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।

Related Posts

Comments (1)

  • Md Shah Alam
    May 28, 2023 at 5:17 pm Reply

    Hi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *