সুরক্ষা অ্যাপ Surokkha App ডাউনলোড নিবন্ধন, টিকা কার্ড ও সনদ সংগ্রহ
প্রিয় বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক সুরক্ষা অ্যাপ Surokkha App ডাউনলোড নিবন্ধন, টিকা কার্ড ও সনদ সংগ্রহ পদ্ধতিগুলো জেনে নিই। আজকের আয়োজনে করোনা ভাইরাস এর টিকা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের পরিচালিত সুরক্ষা ওয়েবসাইট এবং মোবাইলে এপ্লিকেশনের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন, টিকা কার্ড সংগ্রহ এবং টিকা প্রদানের পর টিকা সনদ সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
কোভিড-১৯ বা করোনাভাইরাসের করাল গ্রাস থেকে দেশের মানুষদের রক্ষা করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সকল মানুষের নিকট টিকা পৌঁছে দেওয়ার কার্যক্রমকে সহজ এবং গতিশীল করতে সুরক্ষা নামক একটি অনলাইন টিকা পোর্টাল চালু করেছে।
সুরক্ষা অ্যাপ
দেশের সকল নাগরিকদের কোভিড ১৯ এর টিকা গ্রহণ কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের এই প্রকল্পটি অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। এখানে কোন নাগরিক যাদের জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট রয়েছে তারা নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহণের জন্য আবেদন করতে পারে।
সেই সাথে এখানে টিকার নিবন্ধনের স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা গ্রহণ করার পর টিকা সনদ সংগ্রহ এবং কোভিড ১৯ এর টিকা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন এবং হেল্পলাইন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
Surokkha App
আজকের আর্টিকেলে আমরা বাংলাদেশ সরকারের টিকা ব্যবস্থাপনা কার্যক্রম সুরক্ষা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে নিবন্ধন সহ যাবতীয় বিষয়াদি কিভাবে করতে হয় তা জানবো।
ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে সরকার সুরক্ষা অ্যাপটি ওয়েব ভার্সন এবং মোবাইল এপ্লিকেশন ভার্সন প্রস্তুত করেছে। এজন্য সকল অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই খুব সহজে এটি ব্যবহার এবং নিবন্ধন করতে পারবে।
সুরক্ষা অ্যাপস ডাউনলোড
ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে সরকার সুরক্ষা অ্যাপটি ওয়েব ভার্সন এবং মোবাইল এপ্লিকেশন ভার্সন প্রস্তুত করেছে। এজন্য সকল অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই খুব সহজে এটি ব্যবহার এবং নিবন্ধন করতে পারবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টিকা ব্যবস্থাপনা পোর্টাল সুরক্ষা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনার অপারেটিং সিস্টেম অর্থাৎ গুগল অ্যান্ড্রয়েড হলে গুগল প্লে স্টোর এবং আই ও এস হলে অ্যাপস স্টোরে গিয়ে surokkha app লিখে সার্চ করুন।
Surokkha App Download
সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে অর্থাৎ আইসিটি ডিভিশন করতে প্রস্তুতকৃত এই অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে নিবেন। খেয়াল রাখবেন অ্যাপটির পপুলারটির কারণে সমনামে অথবা কাছাকাছি নামে অন্য অ্যাপ থাকতে পারে।
ভালোভাবে নামটি খেয়াল করবেন এবং প্রস্তুতকারকের নাম খেয়াল করে এটি আপনার ফোনে ইন্সটল করে নিবেন। সঠিক অ্যাপটি ডাউনলোড করতে না পারলে আপনার টিকা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না।
সুরক্ষা নিবন্ধন
বাংলাদেশী নাগরিকদের করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য অবশ্যই সুরক্ষা অ্যাপ এ নিবন্ধন করতে হবে। মোবাইলে এবং কম্পিউটারে একইভাবে সুরক্ষার নিবন্ধন করা যাবে তাই আমরা এখন পিসিতে কিভাবে সুরক্ষা নিবন্ধন করবেন সে বিষয়টি দেখাবো।
সুরক্ষা সেবা বিভাগ ভ্যাকসিন নিবন্ধন করার জন্য আপনার কম্পিউটারের যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজার থেকে surokkha gov bd এর ওয়েবসাইট https://surokkha.gov.bd/ ঠিকানায় প্রবেশ করুন;
আপনার সামনে surokkha gov bd vaccine registration করার পেইজটি চালু হবে সেখান থেকে চিত্রে প্রদর্শিত অপশনে ক্লিক করুন। নিবন্ধনের জন্য আপনার প্রয়োজন হবে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য।
এই পর্যায়ে প্রথমে নিবন্ধনকারীর ধরন নির্বাচন করে জাতীয় পরিচয় পত্র নম্বর এবং এরপর সঠিক জন্ম তারিখ নির্বাচন করে ক্যাপচা কোডের ঘরে ছবিতে উল্লেখিত কোডটি উল্লেখ করে যাচাই করুন বাটনে ক্লিক করুন।
এরপর আপনার মোবাইলে আগত ওটিপি কোড দিয়ে সুরক্ষা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করুন। আপনি চাইলে কাজটি জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর অথবা পাসপোর্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন।
এক্ষেত্রে যারা প্রবাসে যাবেন তাদের জন্য পাসপোর্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ পরবর্তীতে টিকা সনদে পাসপোর্ট নম্বর উল্লেখ থাকতে হবে।
তবে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করলেও পরবর্তীতে পাসপোর্ট নম্বর যোগ করে টিকা কার্ড সংগ্রহ করা যায় তাই এ বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার কোন কারণ নেই।
সুরক্ষা টিকা নিবন্ধন অবস্থা যাচাই
সুরক্ষা অ্যাপ এ ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রমটি সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করার জন্য টিকা নিবন্ধন স্ট্যাটাস অপশনে ক্লিক করে চাহিত তথ্য প্রদান করার মাধ্যমে যাচাই করা যেতে পারে।
নিচের ফরমে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) প্রদান করে “যাচাই করুণ” বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে “স্টেটাস যাচাই” বাটনে ক্লিক করলে স্টেটাস জানা যাবে।
প্রিয় পাঠক আশা করছি উপরে উল্লেখিত পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি সুরক্ষা সেবা বিভাগের অনলাইন টিকা নিবন্ধন পোর্টালে সঠিকভাবে নিবন্ধন করতে পারবেন এবং টীকা কার্ড সংগ্রহ করতে পারবেন এবং টিকা প্রদানের পর টিকা সনদ সংগ্রহ করা যাবে।
করোনা ভাইরাসের ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ অথবা ভ্যাকসিন নিবন্ধন সংক্রান্ত যেকোনো সমস্যায় পড়লে সুরক্ষা হেল্পলাইনে যোগাযোগ করুন।
Md.Moniruzzaman
May 8, 2023 at 11:22 amCertificate
MUKTA RANI MOHONTO
June 10, 2023 at 5:38 pmI lost my application card and mobile number.How i get my Covit19 certificate
MUKTA RANI MOHONTO
June 10, 2023 at 5:38 pmI lost my application card and mobile number.How i get my Covit19 certificate
Mosharaf
August 13, 2023 at 6:10 amYes
Saifur Rahman Talukder
August 15, 2023 at 4:51 pmSurokkoha app install hocce na , vaxine certificate pete 02 doge varifie thakle ki hobe?
Shajine
November 12, 2023 at 2:24 pmKorunar vagchin dite chai