বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার অসাধারণ ৩টি অ্যাপ
বাংলা থেকে ইংরেজি অনুবাদ একটি অতি জরুরী একটি কাজ। ব্যক্তিগত বা অফিসিয়াল বিভিন্ন তথ্য মাঝে মাঝে অনুবাদ করার প্রয়োজন পড়ে। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অনুবাদ পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। এখন আপনি হাতে থাকা মোবাইলটি ব্যবহার করেই মুহুর্তের মধ্যে বাংলা থেকে ইংরেজি সহ পৃথিবীর যেকোন ভাষায় অনুবাদ বা ট্রান্সলেট করে নিতে পারেন।
আজকের আয়োজনে আপনাকে বাংলা থেকে ইংরেজিতে রুপান্তর বা ভাষান্তর যাই বলেন সে কাজটি সবচেয়ে ভালো ফলাফল দিতে পারে এমন ৩টি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে ধারনা দেওয়ার চেষ্টা করবো।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ
প্রযুক্তির উন্নয়নের পূর্বেও মানুষ যখন পৃথিবীর অন্যন্য দেশে তাদের তথ্যাদি প্রেরণ করতো বা ব্যবসায়িক প্রয়োজনে অন্য দেশে গমন করতো তখনও ট্রান্সলেট করার প্রয়োজনীয়তা ছিল। সেই সময় অনুবাদ করার বিভিন্ন অফলাইন কেন্দ্র ছিল যেখানে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা হতো।
তথ্য প্রযুক্তি এখন এমন এক পর্যায়ে পৌছেছে যে এখন যেকোন মানুষ তার হাতের মুঠো ফোনের মাধ্যমেই সব কিছু করতে পারে। অন্য ভাষায় অনুবাদ করতে পারা তাদের মধ্যে অন্যতম।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার ক্ষেত্রে মোবাইলের যে অ্যাপগুলো সবচেয়ে ভালো ফলাফল দিতে পারে সেগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের টিপস্।
- আরও পড়ুনঃ অনলাইনে যে ৫টি কাজ করা উচিত নয়
গুগল ট্রান্সলেট – Google Translate
জনপ্রিয় টেক জায়ান্ট গুগল এর একটি জনপ্রিয় সার্ভিস গুগল ট্রান্সলেট। এই অ্যাপটি ব্যবহার করে শুধু ইংরেজি নয় বরং পৃথিবীর যেকোন ভাষায় বাংলা থেকে অনুবাদ করা যাবে। এবং সে দেশের ভাষাও চাইলেও বাংলায় ট্রান্সলেট করা যায়।
বর্তমানে পৃথিবীর ১০০ টির বেশি ভাষায় অনুবাদ করার সুবিধা দেয় এই অ্যাপটি। এই পর্যন্ত ১ বিলিয়নের বেশি ডাউনলোড হওয়া অ্যাপটি ৮০ লক্ষ রিভিউ রয়েছে।
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর সাথে ডিফল্ট থাকে এই অ্যাপ। না থাকলে গুগল প্লে স্টোর থেকে Google Translate লিভে সার্চ করে ইন্সটল করে নিতে পারেন।
Google Translate এর মাধ্যমে ১০৮ টি ভাষায় লেখা অনুবাদ করা যাবে। যেকোন অ্যাপ থেকে লেখা কপি করে এনে গুগল ট্রান্সলেট অ্যাপে পেস্ট করে অনুবাদ সুবিধাটি নেওয়া যাবে।
বর্তমানে এই অ্যাপে দারুন কিছু ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো যেকোন ছবিতে থাকা লেখা ক্যামেরা দিয়ে সাথে সাথে স্ক্যান করে নিজের ভাষায় পড়া যাবে।
সেই সাথে রয়েছে ভয়েস ট্রান্সলেশন সুবিধা। যার মাধ্যমে বাংলা ভাষা ভয়েস দিয়ে সরাসরি ইংরেজি ভাষায় অনুবাদ করে নেওয়া যাবে।
- আরও পড়ুনঃ অনলাইন পাঠদান মনিটরিং করার সহজ পদ্ধতি
Microsoft Translator – মাইক্রসফট ট্রান্সলেট
বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার আর জনপ্রিয় এবং কার্যকরি মোবাইল অ্যাপ মাইক্রসফট ট্রান্সলেটর Microsoft Translator; প্লে স্টোর থেকে ৫০ লক্ষের বেশি ডাউনলোড হওয়া এই অ্যাপটিও গুগল ট্রান্সলেট এর মত সুবিধা প্রদান করে থাকে।
টেক দুনিয়ায় আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রসফট যার নাম আমরা সবাই জানি তাদের অফিসিয়াল প্রোডাক্ট Microsoft Translator – মাইক্রসফট ট্রান্সলেট অ্যাপটি।
মোবাইল অ্যাপের পাশাপাশি এই সার্ভিসটির ওয়েব ভার্সনও রয়েছে। এর জন্য আপনাকে translator.microsoft.com এই সাইটে প্রবেশ করতে হবে। যাহোক ডেক্সটপ থেকে মোবাইল অ্যাপ অনেক বেশি সুবিধা সম্পন্ন।
প্লে স্টোরে Microsoft Translator লিখে সার্চ করলেই খুজে পাওয়া যাবে এটি। পঞ্চাশ লক্ষ বার ডাউনলোড হওয়া বাংলা টু ইংরেজি অনুবাদ করার এই অ্যাপও পৃথিবীর বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করার সুবিধা দেয়।
এখানে এখন পর্যন্ত ৭০ টির বেশি ভাষায় অফলাইন ও অনলাইনে ট্রান্সলেট করা যাবে। সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলে এবং স্ক্রীণ শর্ট থেকেও বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার সুযোগ রয়েছে।
এই অ্যাপে অফলাইনে অনুবাদ করার জন্য অনেকগুলো ভাষা ডাউনলোড করতে পারবেন। ট্রান্সলেট করা তথ্য যেকোন অ্যাপে শেয়ার করা যাবে।
আপনার প্রত্যেকটি ডিভাইস সংযুক্ত করার মাধ্যমে আপনার একাধিক ভাষায় ১০০ জনের সাথে ব্যক্তিগত কথোপকথন নিজের ভাষায় করতে পারবেন।
Yandex Translate – ইয়ানডেক্স ট্রান্সলেট
প্লে স্টোরে এই পর্যন্ত ১০ লক্ষের বেশি ডাউনলোড হওয়া এই অনুবাদ করার সফটওয়্যারটিও কোনো অংশে কম যায়না। বাংলা থেকে ইংরেজি অনুবাদ সহ পৃথিবীর ১০০ টি বেশি ভাষায় অনুবাদের সুযোগ আছে এখানে।
এটি মূলত একটি রাশিয়ান অনুবাদ অ্যাপ তবুও এটি বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদেও অনেক ভালো ফলাফল প্রদর্শন করতে পারে।
রাশিয়ান, ইউক্রেনীয়, ইংরেজি বা তুর্কি ভাষায় শব্দ বা বাক্যাংশগুলিকে এই ভাষাগুলির মধ্যে যেকোনো একটিতে অনুবাদ করতে দিলে সহজেই উন্নত ভাবে অনুবাদ করে দিবে এবং আপনি চাইলে এগুলো শুনতেও পারবেন।
জনপ্রিয় এই অ্যাপের অভিধানে থাকা নতুন বিভিন্ন শব্দ উদাহরনসহ আপনি শিখতে পারেন। এটি ভিজুয়াল টেক্সট রিকগনিশনের মাধ্যমে আশপাশের বিভিন্ন ছবি থেকে আপনাদের অনুবাদ করে দিতে সক্ষম।
বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করার দারুন সুবিধা সম্পন্ন এই অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে Yandex Translate লিখে সার্চ করুন।
প্রিয় পাঠক ইংরেজি টু বাংলা অনুবাদ বা বাংলা টু ইংলিশ অনুবাদ করার উপরোক্ত সফটওয়্যারগুলো ছাড়াও অসংখ্য অ্যাপ রয়েছে বর্তমানে। আপনার চাহিদামত অ্যাপ দিয়ে আপনি কাজটি করতে পারেন। আপনার কাছে কোন সফটওয়্যারটি বেশি ভালো লাগে তা কমেন্টে আমাকে জানান।
Sahid
November 1, 2023 at 4:57 pmsahid hkn jm.