Sign In

জাতীয় পরিচয়পত্র যাচাই NID Card Check করার উপায়

জাতীয় পরিচয়পত্র যাচাই NID Card Check করার উপায়

বাংলাদেশের নাগরিকদের সরকার প্রদত্ত একমাত্র ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র যাচাই NID Card Check করা মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। যদিও সরকারি সকল দপ্তর পরিচয় সার্ভিসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারে। কিন্তু ক্ষেত্র বিশেষে আপনারও এই কাজটি করার প্রয়োজন হতে পারে।

আমাদের আশপাশে অনেক প্রতারক রয়েছে যারা বিভিন্ন উপায় জাতীয় পরিচয়পত্র তৈরি করে নানা কৌশলে ঝামেলা করে। নিজেকে প্রতারণার হাত থেকে মুক্ত করতে অথবা নিজের জাতীয় পরিচয়পত্র সঠিক কিনা তা NID Card Check যাচাই করতে আমাদের এই আর্টিকেলটি পড়ুন।

আশা করছি আপনি স্মার্ট কার্ড বা বাংলাদেশী ন্যাশনাল আইডি কার্ড সহজেই একদম আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই সঠিক কিনা দেখে নিতে পারবেন। গতপর্বে আপনাদের জন্য কোরআন তেলাওয়াত এর কয়েকটি অ্যাপ Best Bangla Quran Apps তথ্য দিয়েছিলাম। পড়ে নিতে পারেন।

জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৮ বছরের উপরে স্থায়ী বাসিন্দাদের যে আইডি কার্ড প্রদান করা হয় সেটিই জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড অথবা স্মার্ট আইডি কার্ড নামে পরিচিত।

জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক আঠারো বছরের উর্ধ্বে বাসিন্দারে এই জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। যাতে সরকারি বেসরকারি বিভিন্ন কাজে তাদের জাতীয় সেবা প্রদান করতে সুবিধা হয়।

জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড কাজ বলে শেষ করা কঠিন। এখন বর্তমানে সবাই জানে এনআইডি কার্ড কি কাজে লাগে। বিশেষ করে কোনো কোম্পানীর সিম কেনা থেকে শুরু করে ব্যাংক একাউন্ট খোলাসহ প্রায় সকল কাজেই এর ব্যবহার রয়েছে।

জাতীয় পরিচয়পত্র যাচাই NID Card Check

সেবা নিতে গেলে এবং নিজের তথ্যের সঠিকতা জানতে অনেক সময় আমাদের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট আইডি কার্ড যাচাই করার প্রয়োজন হয়। বর্তমানে ব্যাংকসহ সরকারি সকল প্রতিষ্ঠান পরিচয় অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই বা ভ্যারিফাই করা যায়।

তবে আপনি চাইলে ঘরে বসেই জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য সঠিক আছে কিনা জানতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে আপনি সর্বোচ্চ ৫ মিনিটেই NID Card Check কাজটি করতে পারবেন।

NID Card Check করার পদ্ধতি

বর্তমানে বাংলাদেশে প্রায় তিন ধরনের জাতীয় পরিচয়পত্র চালু আছে। এই পর্যন্ত নির্বাচন কমিশন তিনটি ভ্যারিয়েশন এর কার্ড প্রদান করেছে এর মধ্যে যেগুলো ২০০৮ ও ২০১০ সালে প্রদান করেছে সেগুলো ১৩ ডিজিট এর এবং ২০১০ এর পর ২০১৭ পর্যন্ত প্রদানকৃত আইডি কার্ডের নম্বর ১৭ টি;

এখন স্মার্ট আইডি কার্ডে এনআইডি নম্বর হলো ১০ ডিজিট। যত সংখ্যার আইডিই হোকনা কেন আমরা আজকে আপনাকে এমন একটি পদ্ধতি দেখাবো আপনি সবধরনের আইডি কার্ড ভ্যারিফাই NID Card Check করে নিতে পারবেন।

নিচে দেখানো ধাপগুলো অনুসরণ করুন। এই পদ্ধতিতে আপনি আইডি কার্ড যাচাই করতে না পারলে আমাদের এই পোস্টে কমেন্ট করুন। আমরা সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করবো।

ধাপ-১: নির্বাচন কমিশন NID Card Wing এর ওয়েবসাইটে প্রবেশ;

এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র NID Card Checking প্রক্রিয়া প্রথমেই আপনি নির্বাচন কমিশন বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েবসাইট নির্বাচন কমিশন বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র শাখায় প্রবেশ করতে হবে।

এরজন্য www.nidw.gov.bd ওয়েবসাইটটি লিখে প্রবেশ করুন। এখানে প্রবেশ করার পর আপনার সামনে জাতীয় পরিচয়পত্র সেবাদাতা ওয়েবসাইটটি পাওয়া যাবে যা দেখতে নিচের ছবিরমত হোমপেইজ দেখা যাবে।

জাতীয় পরিচয়পত্র অনলাইনে যাচাইয়ের প্রথম ধাপ  First Step for nid card check in bangladesh
জাতীয় পরিচয়পত্র অনলাইনে যাচাইয়ের প্রথম ধাপ First Step for nid card check in bangladesh

আগত পাতার বাম কোনো NID Online Service, Smart Card Status এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সংক্রান্ত তিনটি আলাদা আলাদা অপশন দেখতে পাবেন। পরের ধাপে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

ধাপ-২: জাতীয় পরিচয়পত্র যাচাই প্রক্রিয়া Smart NID Card Check Process

আপনার NID Card Check করার জন্য প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্র পোর্টালে প্রবেশ করার পর বাম পাশের কোনো স্মার্ট জাতীয় পরিচয়পত্র অবস্থা অপশনে ক্লিক করুন।

এরপর আপনাকে নিচের ছবিরমত একটি পাতায় নিয়ে যাবে। এখানে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বর বা ছবি তোলার পর যে ফরম নম্বর দিয়ে আপনার এনআইডি কার্ড সঠিক থাকলে আপনার তথ্য দেখাবে।

জাতীয় পরিচয়পত্র যাচাই NID Card Checking Step 2

এখানে প্রথম বক্সে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর দিয়ে এবং তার নিচে আপনার সঠিক জন্ম তারিখ দিয়ে সাবমিট করবেন। এখানে আপনার এনআইডি কার্ড সঠিক থাকলে নিচের ছবির মত তথ্যগুলো দেখাবে।

NID Card Verification Status

উপরোক্ত ছবিরমত আপনার আইডি কার্ড দিয়ে তথ্য পাওয়া গেলে বুঝে নিবেন আপনার জাতীয় পরিচয়পত্র সঠিক আছে। তাহলে আপনি নিজেই বুঝে যাবেন সবকিছু।

আপনার প্রদত্ত আইডি কার্ডের তথ্যটি না পাওয়া গেলে এখানে আপনাকে দেখাবে আপনার আইডি কার্ডের তথ্যটি খুজের পাওয়া যায়নি।

এছাড়াও আপনি জাতীয় পরিচয়পত্র অনলাইন আবেদন সিস্টেম এর একাউন্ট খোলার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই করে নিতে পারেন। কারন জাতীয় পরিচয়পত্র সঠিক না থাকলে এখানে আপনি একাউন্ট খুলতে পারবেন না।

NID Card Check করার জন্য নিচের ভিডিওটি অনুসরণ করুন

সৌজন্যে: AFR ইউটিউব চ্যানেল

প্রিয় পাঠক আশা করছি আপনি উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে জাতীয় পরিচয়পত্র যাচাই NID Card Check করে নিতে পারবেন। আর কোনো তথ্য জানার থাকলে এখানে কমেন্ট করুন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *