কোরআন তেলাওয়াত এর কয়েকটি অ্যাপ Best Bangla Quran Apps
মোবাইলে কোরআন তেলাওয়াত শোনার অনেকগুলো অ্যাপ রয়েছে। এর মধ্যে এমন কিছু অ্যাপ নিয়ে আজকে হাজির হয়েছি যেগুলো আপনার ধারনাকে পাল্টে দিবে। এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতে পাবেন এবং চাইলে পড়ে নিতে পারেন।
ইসলাম ধর্মে অনুসারীদের জন্য কুরআন তেলাওয়াত শোনা এবং নিজে তেলাওয়াত করার অনেক ফজিলত রয়েছে। দুনিয়া আখিরাতে মুক্তির জন্য মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য কোনআন তেলাওয়াত করা উচিত।
কোরআন তেলাওয়াত
প্রযুক্তির ছোঁয়া লেগেছে মুসলিম বিশ্বেও। এমন অনেক অ্যাপ ডেভেলপার আছেন যারা লাভের আশায় নয় বরং আখিরাতে মুক্তির আশায় কোরআন শরীফ বাংলা অর্থসহ বিভিন্ন অ্যাপ স্টোরগুলোতে প্রকাশ করেছেন।
পৃথিবীর বিভিন্ন দেশের সুমধুর কণ্ঠে কোরআন শরীফ বাংলা অর্থসহ app এর মাধ্যমে আপনি নিজের হাতে থাকা ফোনের মাধ্যমে শুনতে পারবেন। একটা সময় ছিল তখন শুধুমাত্র মেমোরী স্টোরেজ এ কুরআন তেলাওয়াত শুনতে হতো।
কিন্তু সময়ের সাথে স্মার্টফোন প্রযুক্তির উন্নতির কারনে এখন বিভিন্ন অ্যাপ আছে যেগুলো থেকে নিজের পছন্দমত তেলাওয়াতকারীর কণ্ঠে কুরআন শোনা যায়।
সেই সাথে নিজের ভাষায় কুরআন পড়া এবং অর্থ বোঝার সুবিধাও দেয় নতুন প্রজন্মের এর অ্যাপগুলো। আজ আমরা তেমনই কয়েকটি কোরআন শরীফ বাংলা অর্থসহ Download করার বিষয় নিয়ে আলোচনা করবো।
Bangla Quran -উচ্চারণসহ (কুরআন)
বাংলা ভাষাভাষীদের জন্য উচ্চারণ সহ পবিত্র কুরআন তেলাওয়াত করা এবং অডিও কোরআন শোনার সুবিধা সম্বলিত অসাধারণ একটি এন্ড্রয়েড অ্যাপ এর নাম Bangla Quran -উচ্চারণসহ(কুরআন) যা তৈরি করেছে কুটব্লগ নামক একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি।
বাংলায় কুরআন পড়া এবং শোনার যাবতীয় সুবিধা সম্বলিত কোরান তেলাওয়াত এর অ্যাপটি এই পর্যন্ত ১০ লক্ষের বেশি ডাউনলোড করা হয়েছে।
প্লে স্টোর রিভিউ এর দিক থেকে এটি এপর্যন্ত ৪.৮ পেয়েছে যা ৩৪ হাজার ব্যবহারকারীর দ্বারা সাবমিট করা হয়।
আরবির বাংলা উচ্চারণ এবং বাংল অর্থ সহ Bangla Quran -উচ্চারণসহ (কুরআন) অ্যাপটি আপনাকে পবিত্র কুরআন আরবি এবং বাংলা ভাষায় তেলাওয়াত করার অভিজ্ঞতা দিবে যাতে আপনার মনে হবে পবিত্র কোরআন আপনার হাতেই রয়েছে।
কোরআন তেলাওয়াত এর এই অ্যাপ এর অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে-
১. অডিও কোরআন তেলাওয়াত;
২. কাস্টমাইজেবল ব্যাকগ্রাউন্ড অডিও প্লেয়ার;
৩. বাংলা এবং আরবি ভাষায় সবগুলো সূরার তালিকা;
৪. সূরার যাবতীয় তথ্য;
৫. আরবি উচ্চারণ;
৬. পবিত্র কুরআনের বাংলা অনুবাদ; যার বয়ান প্রদান করেছেন মহিউদ্দিন খান, তাইসিরুল কুরআন এবং মুজিবুর রাহমান।
৭. পবিত্র কুরআনের ইংরেজি অনুবাদ;
৮. আরবি বাংলা প্রতিবর্ণীকরণ;
এছাড়াও কুট ব্লগের তৈরি করা Bangla Quran -উচ্চারণসহ (কুরআন) অ্যাপটিতে আপনি স্মুথ ফন্ট দেখতে পাবেন যা আপনার পড়ার অভিজ্ঞতাকে আরো ধারণ করে তুলবে।
এখানে রয়েছে বিষয়ভিত্তিক টেক্সট ছাড়ছ এর সুবিধা যাতে আপনি পবিত্র কোরআনের বিভিন্ন অংশবিশেষ আয়াত অথবা বিভিন্ন শব্দ খুব সহজেই খুঁজে নিতে পারবেন।
Bangla Quran -উচ্চারণসহ (কুরআন) অ্যাপটি আপনার ফোনে ব্যবহার করার জন্য ১২ মেগাবাইট টোরেজ প্রয়োজন হবে। ডাউনলোড করতে চাইলে গুগল প্লে স্টোরে অ্যাপটির নাম লিখে সার্চ করুন।
Quran Bangla (বাংলা)
বাংলায় পবিত্র কোরআন তেলাওয়াত করার এবং অডিও কোরআন শোনার অসাধারণ আরেকটি অ্যাপের নাম Quran Bangla (বাংলা) যা তৈরি করেছে Seconda Variante নামক সফটওয়্যার ডেভেলপার। ১৬ মেগা বাইকের এই অ্যাপটি চালানোর জন্য সর্বনিম্ন অ্যান্ড্রয়েড ভার্সন প্রয়োজন হবে ৪.৪;
২০১৩ সালের জানুয়ারির আট তারিখে রিলিজ হওয়া Quran Bangla (বাংলা) অ্যাপটি এ পর্যন্ত ১০ লাখের বেশি ডাউনলোড করা হয়েছে। এবং ব্যবহারকারী সন্তুষ্টির হার 4.7;
যারা বাংলা ভাষায় পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য সুন্দর একটি অ্যাপ হচ্ছেন তাদের জন্য বাংলা কোরান অ্যাপটি হতে পারে আদর্শ। ব্যবহারকারীদের জন্য সম্পন্ন বিনামূল্যে প্রদান করা এই অ্যাপটি কোন প্রকার বিজ্ঞাপন ছাড়াই ব্যবহার করা যাবে।
Quran Bangla (বাংলা) কোরআন তেলাওয়াত অ্যাপের বিশেষ কিছু বৈশিষ্ট্য:
১. বাংলা ভাষায় কোরআন পড়ার সুবিধা;
২. কোরআন তেলাওয়াত ও পাঠ করার সুবিধার্থে রঙিন তাজবীদ (তবে ফ্রি ভার্সনে শুধুমাত্র প্রথম দুটি সূরা এর সুবিধা পাওয়া যাবে)
৩. কুরআনে অনেক বিষয়ের উপর নির্বাচিত আয়াতসমূহ পড়ার সুবিধা;
৪. সর্বশেষ পড়া আয়াত থেকে পুনরায় শুরু করার সুবিধা মাত্র একটি ক্লিকেই এটি পাওয়া যাবে;
৫. নামাজের এলার্ম: স্থানীয় নামাজের সময়সূচী অনুযায়ী নোটিফিকেশন পাওয়ার সাবস্ক্রিপশন করার সুবিধা যাতে অটো স্টাফ করা যাবে।
৬. অ্যাপটি কে নিজের মতো কাস্টমার করার জন্য সেটিং সুবিধা;
এছাড়াও কুরআন বাংলা অ্যাপটি থেকে আপনি যে কোন কোরআন তেলাওয়াত আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে রাখতে পারবেন। এছাড়াও নিজের পছন্দ অনুযায়ী কালা নির্বাচন করার সুবিধা দেয় এটি।
গুগল প্লে স্টোরে Quran Bangla (বাংলা) লিখে সার্চ করলেই এই অ্যাপটি পাওয়া যাবে।
কুরআন অর্থসহ অডিও Bangla Quran
বাংলাদেশি এফ ডেভেলপার ড্রয়েড অ্যাপ তৈরি করেছে কুরআন অর্থসহ অডিও Bangla Quran; ২০১৫ সালের রিলিজ হওয়া এই অ্যাপের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১০ লক্ষের বেশি।
দারুন ইউজার ইন্টারফেস সমৃদ্ধ বাংলা কোরআন অর্থ সহ অডিও তেলাওয়াত এর এই অ্যাপটি ডাউনলোড করতে স্টোরেজ প্রয়োজন ৫ এমবি। এবং সর্বনিম্ন অ্যান্ড্রয়েড ভার্সন প্রয়োজন হবে ৪.০০;
যারা অডিও সহ কোরআন তেলাওয়াত অ্যাপ করছেন তাদের জন্য এটি হতে পারে একটি বেস্ট চয়েস। চলুন এই অ্যাপের বিশেষ কিছু ফিচার সম্পর্কে জেনে নিই-
১. পবিত্র কুরআনের সকল সূরা বাংলা এবং ইংরেজি অনুবাদ;
২. কুরআনের সকল সূরা পড়া এবং অডিও শোনার সুবিধা;
৩. ইন্টারনেট না থাকা অবস্থায় অর্থাৎ অফলাইনে অডিও কোরআন শোনার সুবিধা;
৪. লাইন বাই লাইন কোরআন পড়া এবং শোনার সুবিধা;
৫. মোবাইল কল চলাকালীন স্বয়ংক্রিয়ভাবে কোরআন পড়া বন্ধ এবং চালু করার সুবিধা;
৬. অফলাইনে পবিত্র কোরআন শোনার জন্য কোরআন তেলাওয়াত ডাউনলোড করার যায়;
অসাধারণ এই কুরআন অ্যাপটি ডাউনলোড করার জন্য কুরআন অর্থসহ অডিও Bangla Quran লিখে সার্চ করুন।
প্রিয় পাঠক আশা করছি উপরোক্ত অ্যাপগুলো আপনার বাংলায় কুরআন পড়া এবং শোনার অভিজ্ঞতাকে আরও বেশি মজার এবং ফজিলত পূর্ণ করে তুলবে। অন্যকে বিষয়টি জানানোর জন্য এগুলোর শেয়ার করে দিন। আপনার কোনো মতামত বা অভিমত থাকলে এখানে কমেন্ট করুন।