পাঠ পরিকল্পনা কি এবং গণিত বিষয়ে পাঠ পরিকল্পনা করার নিয়ম
আজকের আলোচনায় আমরা জানবো পাঠ পরিকল্পনা কি এবং গণিত বিষয়ে পাঠ পরিকল্পনা করার নিয়ম। রিচ টু টিচ পোগ্রামের আওতায় পরিচালিত শিখন-শেখানো (৬ষ্ঠ শ্রেণি) অনলাইন প্রশিক্ষণে আজকের আয়োজনে পাঠ পরিকল্পনা সম্পর্কে সামগ্রিক আলোচনা করা হয়েছে এবং গণিত বিষয়ে কীভাবে একটি পাঠ পরিকল্পনা করা যেতে পারে তার নমুনা দেখানো হয়েছে। এছাড়াও এখানে দুটি নমুনা পাঠ পরিকল্পনা দেওয়া আছে।
পূর্বে আলোচনায় আমরা জেনেছি শিখন মডেল : 5E নির্দেশনামূলক মডেল সম্পর্কে। আজকের আর্টিকেল আপনাকে একটি পাঠ পরিকল্পনা কিভাবে তৈরি করবেন এবং পাঠ পরিকল্পনা তৈরি করার গুরুত্বপূর্ণ বিষয় ধারনা দেওয়া হবে।
পাঠ পরিকল্পনা বা Lesson Plan শিখন-শেখানোর ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি অংশ। এটি আলোচনার বিষয়বস্তুগুলো হবে –
১। পাঠ পরিকল্পনা কী?
২। পাঠ পরিকল্পনা কেন প্রয়োজন?
৩। কীভাবে একটি পাঠ পরিকল্পনা প্রস্তুত করা যায়?
পাঠ পরিকল্পনা কী?
শ্রেণিকক্ষে পাঠের বিষয়বস্তু প্রয়োগের কার্যকর পরিকল্পনা হচ্ছে পাঠ পরিকল্পনা। সহজ করে বলতে গেলে, পাঠ পরিকল্পনা হল একটি পিরিওডে একজন শিক্ষক যা যা করবেন তার একটি সামগ্রিক রূপরেখা।
কেন প্রয়োজন পাঠ পরিকল্পনা করা?
একজন অভিজ্ঞ শিক্ষকের জন্যেও পাঠ পরিকল্পনা প্রণয়ন গুরুত্বপূর্ণ, কারণ এটি তার পাঠদানের কাজটিকে আরো সহজ করে দেয়। পাঠ পরিকল্পনা একজন শিক্ষককে পাঠ পরিচালনার জন্য সঠিক দিক নির্দেশনা দেয়।
তাছাড়া পাঠ পরিকল্পনাতে শুধু যে শ্রেণিতে শিক্ষক কী কী করবেন তার উল্লেখ থাকে তা নয়। বরং সেই পাঠের শিখনফলগুলোও উল্লেখ থাকে, যা শিক্ষককে সুষ্ঠুভাবে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনায় সহায়তা করে এবং পাঠদানের সমগ্র কার্যক্রমকে কাঠামোবদ্ধ ও সুনিয়ন্ত্রিত রাখে।
যেমন- শিক্ষক কোন কাজের পর কোন কাজ করবেন তা ধাপে ধাপে করার নিশ্চয়তা প্রদান করে, সেইসাথে বিষয় সম্পর্কিত প্রাসঙ্গিক নতুন কোন তথ্য যুক্ত করতে চাইলে সেটিও নোট রাখতে পারেন।
কীভাবে ধাপে ধাপে একটি পাঠ পরিকল্পনা প্রণয়ন করা যায়?
পাঠ পরিকল্পনা করার জন্য প্রথমেই আমাদের একটি বিষয়বস্তু নির্বাচন করে সেই বিষয়বস্তুর ক্ষেত্রে কী কী শিখনফল রয়েছে তা শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক থেকে দেখে নিতে হবে।
এরপর কীভাবে পাঠ পরিচালনা করলে শিক্ষার্থীরা শিখনফলগুলো সহজে অর্জন করতে পারবে তা বিবেচনা করে নিয়ে সেই অনুসারে পাঠ পরিকল্পনা করতে হবে।
বিষয়বস্তু নির্বাচন > শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক থেকে শিখনফল > পাঠ পরিকল্পনা
এখন, পাঠ পরিকল্পনা যেহেতু একটি পিরিওডে একজন শিক্ষক কী কী কাজ করবেন তার একটি সামগ্রিক রূপরেখা, তাই আমাদের চিন্তা করতে হবে শ্রেণিকক্ষে একজন শিক্ষক কী কী কাজ করেন এবং সেই অনুসারে আমাদের পাঠ পরিকল্পনাটি ধাপে ধাপে প্রস্তুত করতে হবে।
এখানে মনে রাখতে হবে, শিক্ষাক্রম অনুসারে প্রতিটি পিরিওডের জন্য সময় বরাদ্দ ৫০ মিনিট। তাই এই ৫০ মিনিটকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে আমরা প্রতিটি পাঠ পরিকল্পনাকে ৫টি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের জন্য আলাদা করে সময় বরাদ্দ করে রাখতে পারি। এগুলো হল-
১। প্রস্তুতি ও পূর্বজ্ঞান যাচাই
২। পাঠ উপস্থাপন
৩। ধারণা সুদৃঢ়করণের জন্য অনুশীলন
৪। মূল্যায়ন এবং
৫। চিন্তনমূলক কাজ বা বাড়ির কাজ
প্রস্তুতি
এই অংশে মূলত শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন, প্রয়োজনে শিক্ষার্থীদের আসন বিন্যস্ত করেন, তাদের পূর্বজ্ঞান যাচাই করেন এবং ছোট কোন গল্প বা ঘটনা উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠের প্রতি আগ্রহ সৃষ্টির মাধ্যমে তাদেরকে পাঠের জন্য প্রস্তুত করেন।
পাঠ উপস্থাপন
এই অংশে মূল পাঠদান প্রকৃয়া সম্পন্ন করা হয়৷ শিক্ষক বিভিন্ন পদ্ধতি, কলা- কৌশল অবলম্বন করে, নানা শিক্ষা উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের সামনে পাঠ উপস্থাপন করেন। তাদের বিষয়বস্তু বুঝতে সহায়তা করেন।
ধারণা সুদৃঢ়করণের জন্য অনুশীলন
পাঠ উপস্থাপন করে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেবার পর শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে অনুশীলন করান যাতে শিক্ষার্থীদের পাঠের ধারণা আরও দৃঢ় হয়।
মূল্যায়ন
এরপর শিক্ষক শিক্ষার্থীদের বোধগম্যতা যাচাই করার জন্য শিক্ষার্থীদের কয়েকটি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করেন এবং সম্পূর্ণ পাঠ পুনোরালোচনা করেন।
চিন্তনমূলক কাজ বা বাড়ির কাজ
সবশেষে শিক্ষক শিক্ষার্থীদের বাড়ির কাজ দিয়ে শ্রেণির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, বাড়ির কাজ এমন হতে হবে যেন শিক্ষার্থীরা সেটি চিন্তা করে এবং তাদের শ্রেণি শিখনের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে সমাধান করতে পারে।
এখন আমরা একটি নমুনা পাঠ পরিকল্পনা দেখে নেই-
পাঠ পরিকল্পনা সংক্রান্ত আরও বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখুন
প্রিয় পাঠক, GulfHive এর পাঠ পরিকল্পনা কি এবং গণিত বিষয়ে পাঠ পরিকল্পনা করার নিয়ম আর্টিকেলটি শুধুমাত্র আপনাদের রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স তথ্য দেওয়ার জন্য প্রকাশিত হয়েছে। এই পোস্ট এর বিষয়ে আপনার কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে নিচের বাটনে ক্লিক করে কমেন্ট করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি চাইলে ফেসবুকে আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন।
প্রশ্ন-১: একটি পাঠ পরিকল্পনায় নিচের কোনটি উল্লেখ থাকে না?
ক. শিখনফল,
খ. মূল্যায়ন পদ্ধতি,
গ. শিক্ষণ পদ্ধতি,
ঘ. পরীক্ষার সময়,
প্রশ্ন-২: পাঠ পরিকল্পনা “পাঠদানের সমগ্র কার্যক্রমকে কাঠামোবদ্ধ ও সুনিয়ন্ত্রিত রাখে।” উক্তিটি –
- সত্যি
- মিথ্যা
প্রশ্ন-৩: নিচের কোন ক্রমটি সঠিক?
ক. শিখনফল নির্বাচন > পাঠ্যপুস্তক থেকে বিষয়বস্তু নির্বাচন > পাঠ পরিকল্পনা
খ. বিষয়বস্তু নির্বাচন > শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক থেকে শিখনফল > পাঠ পরিকল্পনা
গ. পাঠ পরিকল্পনা > বিষয়বস্তু নির্বাচন > পাঠ্যপুস্তক থেকে শিখনফল নির্বাচন
ঘ. শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক থেকে শিখনফল নির্বাচন > পাঠ পরিকল্পনা > বিষয়বস্তু নির্বাচন